সুইটি মণ্ডল,২৮ শে জানুয়ারি:দেশের অর্থনীতিতে সিলভার লাইন অনেক আগেই দেখা গিয়েছিল। গত বছরে উৎসবের মরসুম থেকেই আর্থিক সংকোচনের হার কমতে শুরু করেছে। এবার ভারতে জিডিপি নিয়ে আসার আলো দেখালো আন্তর্জাতিক অর্থভাণ্ডার তথা আইএমএফ। তারা জানিয়েছে, এই মহামারী করনার মধ্যেও ২০২১ সাল এ জোর এর সঙ্গে ঘুরে দাঁড়াবে ভারত। আর্থিক বৃদ্ধির হার হতে পারে ১১.৫ শতাংশ।
আই এম এফ জানিয়েছে ২০২০ সাল এ করোনার জন্য ভারতের অর্থনীতি ৮ শতাংশ সংকুচিত হয়ছে। কিন্তু বর্তমানে আই মহামারীর প্রকোপ কমেছে অনেক টাই। শুরু হয়েছে টিকাকরণ ও। এমনকি ধীরে ধীরে সাভাবিক এর দিকে এগোচ্ছে দেশ।
মঙ্গলবার আই এম এফ বলেছে ২০২১ সাল এর ভারতের অর্থনীতি ১১.৫ শতাংশ বৃদ্ধি পাবে। তারপর ২০২২ সাল এ ৬.৮ শতাংশ হার এ বাড়বে। আর সেই বছরেই চীনের ডিজিপি বাড়বে ৮.১ শতাংশ হার এ। এবং তার পরে থাকবে স্পেন (৫.৫ শতাংশ) এবং ফ্রান্স (5•5 শতাংশ)। আইএমএফ আরো জানিয়েছে ২০২২ সাল এ ভারতের বৃদ্ধি কমলেও চিন তাকে ছুঁতে বা টপকাতে পারবে না । আগামী বছরে কমিউনিস্ট শাসিত দেশগুলিতে বৃদ্ধি হবে ৫.৬ শতাংশ হার এ। এর ফলস্বরূপ দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশের নাম ধরে রাখবে ভারত।