নরেশ ভকত, বাঁকুড়াঃ নির্বাচনী প্রাক্কালে প্রতিটি সংগঠনই পথে নামছে নিজেদের দাবি নিয়ে।অন্যন্য সংগঠন ও প্রতিষ্ঠানের মতো এবার পথে নামতে চলেছে বাউরী সমাজও।রবিবার পশ্চিমবঙ্গ বাউরী সমাজ এর পক্ষ থেকে একটি বিশাল জনসভার আয়োজন করা হয় আজ বাঁকুড়া গঙ্গাজলঘাটিতে।এই সভায় প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান দেবদাস বাউরী।
জনসভাথেকে বাউরী সমাজ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান দেবদাস বাউরী বলেন,’আমাদের মূল দাবি বাউরী সমাজ ‘ST’এর ‘A’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত করতে হবে’,বর্তমানে আমরা SC ক্যাটাগরির অধীনে।
এপ্রসঙ্গে শালতড়ার বিধায়ক স্বপন বাউরি বলেন,’পশ্চিমবঙ্গ সরকার বাউরী সমাজ এর জন্য একটি ট্রাস্ট করে দিয়েছেন এবং সেখানে ৫ কোটি টাকা অনুদান করেছেন রাজ্য সরকার। আমরা সমগ্র বাউরী সমাজকে অঙ্গবদ্ধ হয়ে লড়ার অঙ্গীকার করার জন্য এই জনসভায় আয়োজন করেছি। কেউ বা কারা এই সমাজকে বিভাজন করার চেষ্টা করছে, কিন্তু আমাদের অঙ্গবদ্ধ হয়ে থাকতে হবে তবেই আমাদের সমাজের উন্নতি হবে’।