নরেশ ভকত, বাঁকুড়াঃ চলতি মাসে তিন বার।প্রায় সাত থেকে দশ দিন বাদে বাদে হাতির হানার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বাঁকুড়ার জয়পুর এলাকায়। গতকাল 42 টি হাতির একটি দল জয়পুর জঙ্গলের ত্রিবঙ্ক গ্রাম লাগোয়া এলাকায় প্রবেশ করে।
সংখ্যাই পূর্বের তুলনায় কয়েকগুন বেশি হওয়ায় জঙ্গল লাগোয়া জমিগুলিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও করে হাতির দল। এখন জমিতে আলু,করলা, শসা, আদা,টমেটো সহ একাধিক শীতকালীন সব্জির চাষবাস। হাতির দল এইসব ফসলের নষ্ট করায় ক্ষতির সম্মুখীন চাষীরা।
বারেবারেই জঙ্গল থেকে হাতির দল লোকালয়ে প্রবেশ করায় ও জমির ফসলের ক্ষতি করায় মাথায় হাত চাষীদের।ভরা মরসুমে এই হাতির দল আসাতে বেশ আতঙ্ক তে রয়েছে আমাজন জঙ্গল লাগোয়া কৃষক ও এলাকার মানুষজনেরা।দীর্ঘ চেষ্টার পরে বনদপ্তর আধিকারিকরা হাতিগুলোকে ওই এলাকা থেকে সরাতে সক্ষম হন। তারা হাতিগুলোকে জয়পুর রেঞ্জ থেকে তাড়িয়ে তারকেশ্বর নদ পার করিয়ে পাত্রসায়ের রেঞ্জে প্রবেশ করার।কিন্তু হাতি গুলি চলে গেলেও পুনরায় হাতির হানার আতঙ্ক তটস্থ করে রেখে গ্রামবাসীদের।