দিশা দেখিয়েছিল মহারাষ্ট্র।স্লোগান কহিল ‘মারাঠি ফাস্ট’।এবার সেই পথেই হাটছে বঙ্গ।খোদ বাঙলাতেই ক্রমশ কোনঠাসা হচ্ছে বাঙালি জাতি।নিজের রাজ্যেই অধিকার হারাচ্ছে বাঙালি।প্রভাব ফেলছে হিন্দিভাষীরা।বিশ্বকে দিশা দেখানো সেই বাঙালি জাতির এহেন সংকটে গত বছর খানেক ধরেই গড়ে উঠেছে বাংলা তথা বাঙালির স্বার্থরক্ষাকারী সংগঠন ‘বাংলাপক্ষ’।
গত কয়েক মাস ধরে জেলায় জেলায় অভিযানের পর এবার তারা নামছে মহানগরীর রাজপথে।আগামী ১৭ জানুয়ারি রানী রাসমনি রোডে বাংলাপক্ষ ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে এক জনসমাবেশের আয়োজন করছে।দুপুর ১২টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত এই জনসভা হবে ।
সমাবেশ কে সফল করার লক্ষে প্রতিটি জেলায় জেলায়,ব্লকে ব্লকে মিটিং করে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করার কাজ করছেন বাংলাপক্ষের অনুগামীরা।
প্রসঙ্গত,বাংলাপক্ষের এই এতদিনের সফর ছিল বেশ কণ্টকময়।ছত্রে ছত্রে সজ্জিত এই রাজনীতির বঙ্গে এক সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা ও তাকে চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতার সামিল বাংলাপক্ষের অনুগামীদের কাছে।সংগঠন শুরুর দিকে সমস্ত জায়গায় জুটত কটূক্তি।কিন্তু দিন বদলেছে,সময়ও বদলেছে।আজ বাংলায় উপলব্ধি করতে পেরেছে বাংলাপক্ষের কার্যকারিতা।অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় কে সামনে রেখে আজ তীব্র গতিতে এগোচ্ছে বাংলাপক্ষ।তার বেশ কিছু নমুনা গত কয়েক দিনে লক্ষ্য করা গেছে।বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হিন্দির ফলক বদলে হয়েছে ‘বাংলার ফলক’।কিন্তু বাংলাপক্ষের অনুগামীদের বক্তব্য,’এখনো অনেক লড়াই বাকি,এই লড়াই সেদিন শেষ হবে যেদিন গোটা বঙ্গের প্রান্তে প্রান্তে থাকবে শুধু বাঙালির অধিকার’।