২০২০-তে প্রিয়জনদের ছেড়ে চলে গেছে একের পর এক মানুষ।সে হোক টলিউড বা বলিউড।সৌমিত্র চট্টোপাধ্যায় এর মৃত্যুর কয়েক দিনের মধ্যেই টলিউডে ফের দুঃসংবাদ। চলে গেলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আরও একজন মানুষ। চলে গেলেন পরিচালক জগন্নাথ গুহ। যাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী।
এদিন নিজের ফেসবুকের একটি স্টেটাস শেয়ার করেন শঙ্কর চক্রবর্তী। যেখানে তিনি জানান, তাঁর অভিনীত মেগার প্রথম পরিচালক জগন্নাথ গুহ চলে গেলেন। জগন্নাথ গুহ যেখানেই থাকুন না কেন, তিনি যাতে ভাল থাকেন, সেই প্রার্থনাই করেন শঙ্কর চক্রবর্তী।