Tuesday, September 21, 2021
Home রাজ্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা গেঞ্জি কারখানার অগ্নিদগ্ধ হয়ে মৃত্য পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে...

গেঞ্জি কারখানার অগ্নিদগ্ধ হয়ে মৃত্য পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন সাংসদ সৌগত রায়।

বিলকান্ডা গেঞ্জির কারখানায় আগুনে মৃত চার শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন সৌগত রায়।

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪পরগণা: বিলকান্ডা গেঞ্জির কারখানায় আগুনে মৃত চার শ্রমিক সুব্রত ঘোষ ,তন্ময় ঘোষ, স্বরূপ ঘোষ, ও অমিত সেন পরিবার এর নিকট আত্মীয়কে ডেকে পাঠানো হয় বিডিও অফিসে। সেখানে পরিবারের সাথে কথা বলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের ছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন এবং মৃত পরিবারের সদস্যদের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?