নরেশ ভকত, বাঁকুড়াঃ রবিবার গভীর রাতে বাঁকুড়ার সারোঙ্গা ব্লকের পিড়রগাড়ী মোড় রেঞ্জের আমঝোরের রাইস মিল লাগোয়া সারেঙ্গা পিড়রগাড়ী মোড় রাস্তাত পাশের জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটলো।তবে এই অগ্নিকান্ডের গ্রামবাসীদের আশঙ্কা কেউ ইচ্ছাকৃত এই ঘটনা ঘটিয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের সচেতনতা নিয়ে উঠছে প্রশ্ন।এই আগুনের ফলে এক দিকে জঙ্গলের গাছ পালা যেমন নষ্ট হবে তেমনি জঙ্গলে আশ্রয় নেওয়া জীবজন্তুর ও মারা যাবে। দীর্ঘ সময় আগুন জ্বললেও দেখা মেলেনি বনদফতরের কর্মী বা আধিকারিকদের।
যদিও পিড়রগাড়ী রেঞ্জের বিট অফিসার মুজিবর রহমানের দাবী,’খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের লোক সেখানে গেছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু জঙ্গলে আগুন না লাগানোর জন্য যে সচেতনতা প্রচার দরকার তা হয়নি বলে অভিযোগ’।
যদিও জঙ্গলে আগুন না লাগানোর জন্য সচেতনতার প্রচার হয়নি,বলে ঘুরিয়ে স্বীকার করে নিলেন পিড়রগাড়ী রেঞ্জের বিট অফিসার। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তাঁর জবাব,’খবর পেলেই আমরা সেখানে যাই। তবে এই ঘটনার পিছনে যে সচেতনতার অভাব তা বলাই বাহুল্য’।