নরেশ ভকত, বাঁকুড়াঃবুধবার দুপুর নাগাদ বাঁকুড়া শহরের ঈদগা মহল্লায় খেলতে গিয়ে কুয়োতে পরে মৃত্যু হলো এক বছর তিনেকের শিশুর। মৃত শিশুটির নাম আব্দুল আজাদ আনসারী (৩ বছর ৬ মাস)।
স্থানীয় সূত্রে জানা গেছে,বাঁকুড়াতে শিশুটির মামাবাড়ী। কয়েকদিন আগেই শালতোড়া থেকে সে বাঁকুড়ার ঈদগা মহল্লায় মামাবাড়ীতে আসে। বুধবার দুপুরে খেলতে খেলতে একট কংক্রীটের একটি পাট শিশুটির গায়ে পড়ে যায়। শিশুটির আর্তনাদ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পাটটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করলেও তাকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।
স্থানীয়দের অভিযোগ,নির্মীয়মান বাড়ীর মালিক কে কদিন আগেই এই পাট ঠিক করে রাখার জন্য অনুরোধ করলেও তিনি বিপদজনক ভাবে পাট দঁড়ানো অবস্থাতেই রাখেন। আর তার জেরেই আকালে ঝরে গেল একটি শিশুর প্রাণ।এই ঘটনায় স্থানীয় মানুষজন ক্ষোভ প্রকাশও করেন।
মর্মান্তিক এই দুর্ঘটনার পর বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এবং ওই নির্মীয়মান বাড়ীর মালিককে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।