একুশে নির্বাচন যতই এগোচ্ছে ততই ভাঙ্গন চওড়া হচ্ছে তৃণমূলের।ভোটের আগে কর্মীদের মনবল ধরে রাখতে এবার স্বয়ং আসরে তৃণমুল সুপ্রিমো মমতা ব্যানার্জী।শুক্রবার দলীয় কোর কমিটির বৈঠক করে তিনি জানান, ‘কারা দল ছাড়ছে, তা নিয়ে চিন্তার কিছু নেই। এসব বিষয় ইগনোর করুন। সরকারের উন্নয়মূলক কাজগুলি প্রচার করুন, মানুষের কাছে তুলে ধরুন’।
শুক্রবার তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের নেতা-মন্ত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায় এমনই বার্তা দিয়েছেন। নতুন কমিটিতে এলেন তিনজন নতুন সদস্য। চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায় ও মলয় ঘটক।
একুশে বিধানসভা ভোটের দামামা কার্যত বেজেই গিয়েছে।চলতি মাসেই রাজ্যে ফের আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সূত্রের খবর, মে নয়, এপ্রিলে গোড়াতেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেরে ফেলতে চাইছে কমিশন। রাজ্যে যখন বিজেপির সর্বভারতীয় নেতাদের আনাগোনা বাড়ছে, তখন তলে তলে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুলশিবিরও। প্রতি শুক্রবার ওয়ার্কিং কমিটি বৈঠক হচ্ছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূল কার্যালয়ে।
এদিনের বৈঠকে কৃষকদের আন্দোলন, নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায়ের সভা ও আসন্ন নির্বাচনে তৃণমূলের ইস্তেহার প্রকাশের বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত,এর আগে পর্যন্ত তৃণমূলের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।তবে বর্তমানে এই তিনজনের কেউ এখন দলে নেই। সকলেই যোগ দিয়েছে বিজেপিতে। তাঁদের জায়গায় এবার কমিটিতে এলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায় ও মলয় ঘটক। কোষাধ্যক্ষ ছিলেন প্রয়াত তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন শুভাশিস চক্রবর্তী।