Saturday, October 16, 2021
Home কলকাতা কলকাতায় জল জমার কারণের তথ্য চাইলেন তারক সিং।

কলকাতায় জল জমার কারণের তথ্য চাইলেন তারক সিং।

"কলকাতা বাসীর কাছে অপমানিত হতে হয়েছে" বক্তব্য রক সিং এর।

নিজস্ব প্রতিনিধি, কোলকাতা: গত মঙ্গলবার বৃষ্টির জেরে কলকাতা বাসীর কাছে অপমানিত হতে হয়েছে বললেন কলকাতা কর্পোরেশনের প্রসাশক মন্ডলীর সদস্য তারক সিং।

বৃষ্টির জেরে কলকাতা বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছিল। কলকাতা কর্পোরেশন ডিজি শান্তনু ঘোষ কি করছিলেন? বৃষ্টির সময় ম‍্যানহোল কেন খোলা হয় নি। এই দফতরে ১৬০ জন কর্মী বৃষ্টির সময় কোথায় ছিলেন। তাদের কি কাজ ছিল। সেই সমস্ত তথ্য জানাতে সংশ্লিষ্ট বিভাগের ডিজির কাছে বিবরণ চাইলেন। কলকাতা কর্পোরেশন প্রসাশক মন্ডলীর সদস্য তারক সিং।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?