অতিমারি আইন উপেক্ষা করে মুম্বাইয়ের নাইট ক্লাবে পার্টি করার অভিযোগে মামলা দায়ের ক্রিকেটার সুরেশ রায়না, পপ গায়ক গুরু রণধাওয়া, র্যাপার বাদশা, ঋত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের বিরুদ্ধে। সূত্রের খবর, রায়না ও রণধাওয়াকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পান তাঁরা।
গ্রেফতার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। কোভিড বিধি ভাঙায় বিলিউডের গায়ক গুরু রনধাওয়ার সঙ্গে গ্রেফতার করা হয় রায়নাকে। সোমবার রাতে মুম্বই বিমানবন্দর সংলগ্ন একটি ক্লাবে রেড করে পুলিশ। কোভিড বিধি ভেঙে নির্দিষ্ট সময়ের বেশি ক্লাব খোলা রাখায় গ্রেফতার করা হয় ক্লাবের সত কর্মী সহ ৩৪ জনকে। পরে জামিনে ছেড়ে দেওয়া হয় সুরেশ রায়না ও গুরু রনধাওয়াকে।
করোনা বিধি ভেঙে পার্টি,গ্রেফতার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না।
মামলা দায়ের ক্রিকেটার সুরেশ রায়না, পপ গায়ক গুরু রণধাওয়া, র্যাপার বাদশা, ঋত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের বিরুদ্ধে
Sourceনিজস্ব প্রতিনিধি