Saturday, October 16, 2021
Home রাজ্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক দুর্গাপুর নগর নিগমে।

করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক দুর্গাপুর নগর নিগমে।

দুর্গাপুর নগর নিগমে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক।

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: দুর্গাপুর নগর নিগমে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক। এদিন বেলা ১২টা ৩০ থেকে শুরু হয় বৈঠক। এদিন দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক প্রদীপ মজুমদার বলেন কালোবাজারি এবং দুর্নীতি হলে কড়া হাতে দমন করবে প্রশাসন।

এদিন তিনি আরো বলেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবং সমস্ত কাউন্সিলর এবং নগর নিগমের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। সকলকে জানানো হয় কোথাও কোনো রকম কালোবাজারি হলে আইনি ব্যবস্থা নিতে।যাতে করে করোনা আক্রান্তদের কোনো সম্যসা না হয় সেইজন্য তৎপর দুর্গাপুর নগর নিগম।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?