Saturday, October 16, 2021
Home রাজ্য করোনা আক্রান্ত মৃত দেহ সৎকারে চিহ্নিত বিকল্প শ্মশান ঘাট।

করোনা আক্রান্ত মৃত দেহ সৎকারে চিহ্নিত বিকল্প শ্মশান ঘাট।

বেড়েই চলেছে করোনা আক্রান্তে মৃতের সংখ্যা।

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: করোনা আক্রান্ত মৃত দেহ সৎকারে সাহুডাংগি শ্মশান এর চাপ কমাতে বিকল্প শ্মশান ঘাটের জমি চিহ্নিত করতে শিলিগুড়ি পৌরনগম।

ক্রমাগত করোনা আক্রান্ত মৃতের সংখ্যা বাড়ছে যার ফলে চাপ বাড়ছে শিলিগুড়ি শহর সংলগ্ন সাহুডাংগি শ্মশান ঘাটে জার ফলে মৃত দেহ সৎকারের সময় লাগছে দীর্ঘ সেই কথাকে মাথায় রেখে উদ্যোগী হলো শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।

এদিন মহানন্দা নদী সংলগ্ন এলাকায় প্রকাশ নগরে নতুন শ্মশান ঘাটের জমি চিহ্নিত করতে বের হণ গৌতম দেব, আলোক চক্রবর্তী, রঞ্জন সরকার এছাড়াও পৌর নিগমের কমিশনার সোনম ওয়াংদী ভুটিয়া সহ বিভাগের অন্যান্যরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন গৌতম দেব জানান কিরণ চন্দ্র শ্মশান ঘাটে দুষ্কৃতী দৌরাত্ম্য কমাতে কড়া হাতে ব্যাবস্থা নেবে প্রশাসন।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?