Monday, May 17, 2021
Home রাজ্য পুরুলিয়া-বীরভূম-বাঁকুড়া করোনার আবহে নতুন একটা পয়লা বৈশাখ।

করোনার আবহে নতুন একটা পয়লা বৈশাখ।

চলতি করোনা আবহে আরো একটা পহেলা বৈশাখ, আরো একটা নববর্ষ।

ডলি মল্লিক: চলতি করোনা আবহে আরো একটা পহেলা বৈশাখ, আরো একটা নববর্ষ। উল্টে গেল দিনপঞ্জির পাতা। শুরু হলো নতুন একটা দিনের, শুরু হলো নতুন বছর ১৪২৮ বঙ্গাব্দের পথ চলা। সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও উৎসবের মেজাজ। শহর থেকে গ্রাম সর্বত্রই মন্দির গুলিতে উপচে পড়া ভীড়। সর্বত্রই যে করোনাবিধি মানা হচ্ছে এমনটা নয়, তবে অনেক জায়গাতেই যথাসম্ভব করোনাসতর্কতা মেনে চলছে পুজো পাঠ।

বাংলা নববর্ষের সঙ্গে ব্যবসায়ী মহলের ‘হালখাতা’র সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। বৃহস্পতিবার বাঁকুড়া শহরের মহামায়া মন্দিরে পৌঁছে দেখা গেল লাল শালুতে মোড়া নতুন খাতা নিয়ে হাজির ব্যবসারী। পুজো পাঠের পাশাপাশি পুরোহিতের হাত দিয়ে সেই খাতার উপর সিঁদুর দিয়ে আঁকা হলো বিশেষ মাঙ্গলিক চিহ্ন। এই মুহূর্তে সকলেই চাইছেন করোনামুক্তি ঘটুক। স্বাভাবিক ছন্দে ফিরুক আমাদের এই বসুন্ধরা। আর সেই প্রার্থনাই দেবী মহামায়ার কাছে জানালেন উপস্থিত সকলে।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?