Monday, May 17, 2021
Home বিনোদন করোনায় আক্রান্ত দীপিকাও।

করোনায় আক্রান্ত দীপিকাও।

হোম আইসোলেশনে দীপিকা।

নিজস্ব প্রতিনিধি, মুম্বাই: বলিউড তারকা দীপিকা পাড়ুকোন কোভিদ আক্রান্ত হয়েছেন বলে খবর। মঙ্গলবার দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন মা উজ্জ্বলা এবং বোন অনিসার করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর পাওয়া যায় প্রথমেই। প্রকাশ পাড়ুকোনকে হাসপাতলে ভর্তি করাতে হয়েছে এবং তারপর জানা যায় দীপিকাও করোনার কবলে।

এপ্রিল মাসে মুম্বাইয়ে লকডাউন ঘোষণা হওয়ার পরই দীপিকা এবং রনভির সিং ব্যাঙ্গালুরুতে অভিনেত্রীর বাবা-মায়ের বাড়িতে যান। এতদিন সেখানে ছিলেন তারা। যদিও দীপিকা তার কোভিডে আক্রান্ত হওয়ার খবর অফিশিয়ালি জানাননি। তোর সোশ্যাল মিডিয়ার প্রোফাইল দেখলে শুধু দেখা যাবে শুধুই মেন্টাল হেলথ সংক্রান্ত পোস্ট। তবে গত একদিনে কোনো পোস্ট দেন নি দীপিকা।

প্রকাশ পাড়ুকোনকে হাসপাতালে ভর্তি করানো হলেও দীপিকা তার মা ও বোনের সাথে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে। মুম্বাইয়ের চেয়ে করোনার দাপট ব্যাঙ্গালুরুতে কোন অংশে কম নয় তবে কাজের মাঝে হঠাৎ পাওয়া ছুটির জন্য বাবা-মায়ের কাছে গিয়েছিলেন দীপিকা। করণা পাড়ার আগে পর্যন্ত শুট করেছেন অভিনেত্রী। শাহরুখ খানের ছবি “পাঠান” এর কিছু অংশের শুটও করেছেন দীপিকা।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?