Friday, October 22, 2021
Home রাজ্য পুরুলিয়া-বীরভূম-বাঁকুড়া করনা ভাইরাসের ভ্যাক্সিনেশন সেন্টারের সামনে বিক্ষোভ স্থানীয় মানুষদের।

করনা ভাইরাসের ভ্যাক্সিনেশন সেন্টারের সামনে বিক্ষোভ স্থানীয় মানুষদের।

ভ্যাক্সিনেশন সেন্টারের সামনে বিক্ষোভ স্থানীয় মানুষদের।

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বীরভূমের সিউড়ি পৌরসভার হাসপাতলে করোনাভাইরাসের ভ্যাক্সিনেশন সেন্টারের সামনে বিক্ষোভ স্থানীয় মানুষদের। ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষের দাবি দীর্ঘক্ষন লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। দ্রুততার সাথে ভ্যাকসিন দেওয়া হচ্ছেনা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি প্রত্যেকদিন প্রায় ৫০০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে আজকেও দেওয়া হবে। কিন্তু দীর্ঘ লম্বা লাইন, পাশাপাশি সাধারণ মানুষ হাসপাতালে ভেতর ঢুকে যাচ্ছে প্রচুর পরিমাণে। স্বাভাবিকভাবেই দেরি হচ্ছে সমস্ত কাজে। সে কারণেই এই অসুবিধার সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?