নরেশ ভকত, বাঁকুড়াঃবাঁকুড়া জুড়ে কার্যত উৎসবের মেজাজ।গত কালই একযোগে বাঁকুড়ার দুই প্রান্তে শুরু হয়েছে জয়পুর পর্যটন মেলা ও আদিবাসী মেলা।গতকালের পরই আজ বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে শুরু হলো ‘শ্রমিক মেলা’। চলবে আগামী কাল পর্যন্ত ।
বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শনিবার শ্রমিক মেলার শুভ উদ্বোধন করেন । শ্যামল সাঁতরা ছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের আর্থিকভাবে আরো বেশি উন্নত করতে ও শ্রমিকদের তৈরি উৎপাদিত দ্রব্য বিশ্বের দরবারে পৌঁছে দিতে রাজ্যজুড়ে শ্রমিক মেলার সুচনা করেছেন । সে মতোই বিষ্ণুপুরে শনিবার শ্রমিক মেলার শুভ সূচনা হলো । যেখানে বিষ্ণুপুরের বিখ্যাত বালুচুরি সিল্ক শাড়ির স্টল রয়েছে এছাড়াও রয়েছ অন্যান্য নজর কারা স্টল যা রীতিমতো দর্শকদের নজর কেড়েছে ।
শ্রমিক মেলার উদ্বোধনের পর মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন,’রাজ্যের শ্রমিকদের আরো বেশি আর্থিকভাবে স্বাবলম্বী করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিক মেলা সূচনা করেছেন’।বিষ্ণুপুরের শ্রমিক মেলার মধ্য দিয়ে শ্রমিকরা ভীষণ উপকৃত হবে বলে তিনি আশাবাদী ।