Saturday, October 16, 2021
Home রাজ্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা উদযাপন হলো কবিগুরুর ১৬০ তম জন্ম দিবস।

উদযাপন হলো কবিগুরুর ১৬০ তম জন্ম দিবস।

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি গুরুকে স্মরণ করলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ।

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪পরগণা: কবিগুরুর ১৬০ তম জন্ম দিবস উদযাপন হলো পানিহাটির পেনেটির বাগান বাড়িতে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি গুরুকে স্মরণ করলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ পানিহাটির বিশিষ্ট রবীন্দ্র অনুরাগীরা।

দেশে সহ রাজ‍্যে অতিমাড়ির ফলে অনুষ্ঠানের কর্মসূচি বাতিল করে শুধুমাত্র কবিগুরুকে স্মরণ করা হলো এদিন। রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত এই বাগান বাড়িতে কবিগুরু প্রথমবার এসেছিলেন ১৮৭২ সালে। সেসময়ও দেশ জুড়ে চলছিল প্লেগের মত অতিমারি সংক্রমণ।

তাথেকে বাঁচতেই ঠাকুর আশ্রয় নিয়েছিলেন পানিহাটিতে অবস্থিত পেনেটির এই বাগানবাড়িতে। আর এবারও অতিমারীর ফলে ঠাকুরের জন্মজয়ন্তী পালিত হল অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সরকারি বিধি মেনে অনধিক ৫০ জন রবীন্দ্র অনুরাগীকে নিয়েই পালিত হল আজকের এই অনুষ্ঠান।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?