Saturday, October 16, 2021
Home লাইফস্টাইল আজকের রাশিফল।

আজকের রাশিফল।

মেঘ থেকে মীন, দেখে নিন কেমন কাটবে আপনার দিন।

মেঘ- সহকর্মীদের সঙ্গে গোলমালে অস্থিরতা বাড়তে পারে। সম্পত্তি সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য অর্থের সংস্থান হতে পারে।

বৃষ- মানহানি সংক্রান্ত বিষয়ক মামলার ফল অনুকূলে আসার ইঙ্গিত। সেবামূলক প্রতিষ্ঠানে যোগদান ও শ্রম দান এ সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি।

মিথুন- দীর্ঘ প্রতীক্ষার পরে শ্রম অধ্যাবসায় ও কর্মকুশলতার স্বীকৃতি মিলতে পারে।

কর্কট- প্রতিদ্বন্দ্বীর কলকাঠিতে ব্যবসা সম্প্রসারনের পরিকল্পনা ব্যাহত হতে পারে। আয় ব্যয়ের মধ্যে সমতার অভাবে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

সিংহ- শ্রম ও দক্ষতার সত্বেও কর্মোন্নতি ফের বিলম্বিত হওয়ার হতাশা বাড়বে। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হতে পারে।

কন্যা- মৌলিক কৌশলে কর্ম ক্ষেত্রে সমস্যার সুরাহা করে সম্মান ও স্বীকৃতি লাভ। নচেৎ বিপদ দেখা দিতে পারে।

তুলা- বাধাবিঘ্ন কেটে গিয়ে ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা। প্রিয়জনের সঙ্গে সম্পর্কের উন্নতি।

বৃশ্চিক- কাজকর্মের দক্ষতার স্বীকৃতি ও বেতন বৃদ্ধি আনন্দ দিলেও নতুন দায়িত্বের চাপে চিন্তা বাড়বে।

ধনু- অংশীদারের সঙ্গে মতবিরোধের ব্যবসা সম্প্রসারণে পরিকল্পনা ব্যাহত হতে পারে।

মকর- সন্তানের মতি গতি ও আচার-আচরণে দিকে বিশেষ নজর দেওয়া দরকার।

কুম্ভ- কর্ম ক্ষেত্রে বিরোধের ফয়সালা করে বাহবা লাভ ও কর্তৃপক্ষের নজরে পড়ার সম্ভাবনা।

মীন- নিজের কৌশলে কর্ম ক্ষেত্রে বিরূপ পরিস্থিতি সামলে দিতে পারেন। অর্থের অভাবে সম্পত্তি সংস্কার ও নবনির্মাণ থমকে যেতে পারে।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?