Thursday, June 17, 2021
Home লাইফস্টাইল আজকের রাশিফল।

আজকের রাশিফল।

মেঘ থেকে মীন দেখে নিন কেমন কাটবে আপনার দিন।

মেঘ- ব্যবসায় ভাল আয়ের সম্ভাবনা। কোনও কাজের জন্য আজ সুনাম পাওয়ায় আনন্দ। কোনও খরচ আজ দু’বার হতে পারে। আজ কোনও কাজে ভুল হওয়ার জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে খরচ বাড়তে পারে।

বৃষ- সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। কোনও নতুন বন্ধুর সঙ্গে পরিচয় ঘনিষ্ঠ হতে পারে। নিজের বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাতের ব্যথায় কষ্ট পেতে হতে পারে। ভ্রমণের জন্য ব্যয় বাড়তে পারে। একটু বুদ্ধির ভুলের জন্য ব্যবসায় ক্ষতি।

মিথুন- শরীরের জন্য খরচ বৃদ্ধি। যে কোনও দিক থেকে আজ কিছু অর্থ আসার সম্ভাবনা। স্নায়ুরোগ বাড়তে পারে। বাড়তি কোনও খরচের জন্য ঋণ গ্রহণ। প্রেমের ব্যপারে চিন্তা বাড়তে পারে। আয় ও ব্যয়ের ভিতর সমতা ঠিক না থাকার জন্য সঞ্চয় কম। দু’চাকার কোনও গাড়িতে একটু বিপদ।

কর্কট- তীর্থ ভ্রমণের কোনও আলোচনা আজ হতে পারে। তবে কোনও গুরুত্বপূর্ণ কাজের দিকে না যাওয়াই আজ ভাল হবে। সন্তানের জন্য মনে আনন্দ বাড়তে পারে। বাড়তি কোনও কথা থেকে বিবাদ। ব্যবসায় ভাল লাভ হাতছাড়া হওয়ার সম্ভাবনা। বাড়িতে মানসিক অশান্তি বাড়তে পারে।

সিংহ- প্রেম ও প্রণয়ে মান বৃদ্ধি। নীতির দিক থেকে কোনও কাজ আজ কষ্ট দিতে পারে। ধর্ম বিষয়ে কোনও গভীর চিন্তা। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি কাজের জন্য আজ আপনি কোনও মূল্য পাবেন না।

কন্যা- আইনি কোনও কাজে বাধা আসতে পারে। অধিক কথা বলার জন্য বিবাদ বাধতে পারে। কাজের চাপ বাড়তে পারে। প্রেমের ব্যাপারে কোনও নতুন যোগাযোগ আসতে পারে। স্ত্রীর সঙ্গে মতের অমিল। শেয়ার বাজার নিয়ে কোনও চাপ বাড়তে পারে।

তুলা- শিক্ষকদের জন্য কোনও শুভ পরিবর্তন। প্রেমের ব্যাপারে কোনও উচ্চপদস্থ ব্যক্তির দিক থেকে চাপ। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। গানবাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য কোনও সুযোগ আসতে পারে। নতুন কোনও বন্ধুর জন্য মনে আনন্দ।

বৃশ্চিক- কোনও মহিলার জন্য বাড়িতে সকলের সঙ্গে বিবাদ। নেশা থেকে শরীরের অবনতি। ব্যবসায় ভাল কিছু ঘটার সম্ভাবনা। আজ অযথা ব্যয় বৃদ্ধি, কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরের কোনও কষ্টকে অবহেলা করবেন না।

ধনু- বাড়িতে কোনও বিবাদের জন্য মানসিক কষ্ট। ব্যবসার ক্ষেত্রে মনে একটু শান্তি পেতে পারেন। বিবাহ বিষয়ে কোনও যোগাযোগ নিয়ে আলোচনা। আজ একটু সাবধানে থাকুন, কোনও বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে।

মকর- সারা দিন কোনও কাজে ব্যস্ত থাকতে হবে। চাকরির কোনও শুভ যোগাযোগে আনন্দ। পিতার সঙ্গে কোনও তর্ক হওয়ার আশঙ্কা। আজ ভ্রমণে কোনও বাধা আসতে পারে। তবে সারাদিন কোনও প্রিয়জনের সঙ্গে থাকতে পারবেন।

কুম্ভ- দুপুরের পরে কিছু পাওনা আসতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনও চাপ বৃদ্ধি। অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসায় কিছু উন্নতির সুযোগ। সংসারে একটু অশান্তি দেখা যাচ্ছে। চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে।

মীন- বুদ্ধির ভুলের জন্য কোনও চাপ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। বাড়িতে অনেক বন্ধু আসার সম্ভাবনা। বুদ্ধির জোরে শত্রু জয়। ভাই-বোনের মধ্যে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আইনি আলোচনা। সম্মান নিয়ে টানাটানি। প্রেমের সম্পর্কের উন্নতি হতে পারে।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?