Thursday, June 17, 2021
Home রাজ্য পুরুলিয়া-বীরভূম-বাঁকুড়া অভাবের সংসারে দেহ রক্ষীর খাবার জোটাতে ঘুম ছুটেছে বিধায়িকার।

অভাবের সংসারে দেহ রক্ষীর খাবার জোটাতে ঘুম ছুটেছে বিধায়িকার।

বিধায়কের টালির চালে অবলিলায় যাতায়াত করে রোদের ছটা বা বৃষ্টির ফোঁটা।

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ বিধায়কের টালির চালে অবলিলায় যাতায়াত করে রোদের ছটা বা বৃষ্টির ফোঁটা।সেই বিধায়কের বাড়িতে দেহ রক্ষার কাজে এসে কিছুটা অবাক হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

বিধায়কের অবস্থা দেখে তারাই সাহায্যের হাত বাড়ালেন।এই বিধায়ক আর কেউ নন বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। প্রথমে কেন্দ্রীয় নেতৃত্বকে ভাষা সমস্যায় বোঝাতে অসমর্থ হন যে একমাস পরে তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রাখতে পারবেন।

পরে অবশ্য নিতে চাননি দেহ রক্ষী। কারন তার নিজের এই ভাঙা বাড়িতে কোন অতিথিকে থাকতে দেওয়ার জায়গা নেই। বাহিনীর জওয়ানরা এসে পড়লে নিজের এক আত্মীয়ের বাড়িতে থাকতে দেন।কিন্ত খাওয়াবেন কি।করোনা পরিস্থিতিতে কাজ বন্ধ স্বামীর।

নিজেদের যা জোটে খান। কিন্তু অতিথিদের এই খাবার দিতে তার কষ্ট হয়। মুড়ি আলুভাজা দিয়েই প্রাতরাশ করাচ্ছেন। বিধায়কের এই অবস্থা দেখে জওয়ানরাই বাজার থেকে নিজেদের খরচায় সব্জি এনে দিচ্ছেন। কষ্ট লাগলে ও তাদের সাহায্য নিতে হচ্ছে। তিনি বারে বারেই বলেছেন সিকিউরিটি তিনি এখনই নিতে চাননি।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?