তিনি এক আর অদ্বিতীয়। তিনি অবিনশ্বর।আপামর বাঙালির অন্ত প্রাণ সৌমিত্র চট্টোপাধ্যায়।কিন্তু যাকে সবাই ফেলুদা নামেই এক বাক্যে চেনে।আজ আমাদের মধ্যে নেই।হাসপাতালে 41 দিনের দীর্ঘ সংগ্রামের পর তিনি সব মায়া ত্যাগ করেন।রেখে যান তার অগণিত ভক্তকে।অগণিত বন্ধু ও সহকর্মীকে।
আজ তাদেরই একজন প্রতাপ দাশগুপ্ত ।চিত্রশিল্পী।শুধু চিত্রশিল্পীই নয়,প্রতাপ বাবু সৌমিত্র চট্টোপাধ্যায়ের সুদীর্ঘ 16 বছরের ও সঙ্গী বটে।দীর্ঘদিনের সঙ্গীহারা হয়ে আজ তিনি অনেকটাই একা কিন্তু নিজের একান্ত সুদীর্ঘ জীবনের বন্ধু কে ভুলে যেতে নারাজ প্রতাপ দাসগুপ্ত। তাই তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাটানো সুদীর্ঘ 16 বছরের বিশেষ মুহূর্ত গুলোকে ফুটিয়ে তুলতে উদ্যোগী হয়েছেন।
বড়দিন উপলক্ষে বালিগঞ্জের “সরকার আর্ট গ্যালারি”তে আগামী তিন দিন ধরে প্রদর্শিত হবে “জানি তুমি অনন্য”। বিকেল 3 টে থেকে রাত 8 টা পর্যন্ত বিনামূল্যে প্রদর্শিত হবে এত বিশেষ আর্ট গ্যালারির বিভিন্ন অদেখা মুহূর্ত।এবং আগামী দিনেও শহরের বিভিন্ন জায়গায় প্রদর্শিত হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ ছবি গুলি।